১১ উন্নয়ন প্রকল্প নিয়ে ময়মনসিংহে আসছেন আইজিপি

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-26 14:00:47

প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে ময়মনসিংহে আসছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় তিনি ময়মনসিংহে পৌঁছাবেন।

এরপর আইজিপি পুলিশ অফিসার মেস থেকে একযোগে পুলিশ সুপার (এসপি) অফিসের বহুতল ভবনসহ ১১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিন দুপুর ১২টার দিকে আইজিপি ময়মনসিংহ জেলা ও রেঞ্জ পুলিশের বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন। সন্ধ্যায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ময়মনসিংহের আয়োজনে পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেবেন তিনি।

জেলা পুলিশ জানিয়েছে, আইজিপি ময়মনসিংহ জেলা ও রেঞ্জ পুলিশের সার্বিক উন্নয়নে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

প্রকল্পগুলো হলো- ৮ কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে জেলা পুলিশের নবনির্মিত অফিস ভবন, ৪ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে পুলিশ অফিসার মেস-১, ৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পুলিশ লাইন্স ব্যারাক-২, প্রফেশনাল ইভালেশন সফটওয়ার (পিইএস) ও পুনাক ময়মনসিংহের শো-রুম।

এছাড়াও ১২ কোটি ৭ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ৫টি বহুতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন আইজিপি।

এসব হলো- ৩ কোটি ৫৬ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে পুলিশ লাইন্সে মাল্টিপারপাস ড্রিল শেড, ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পুলিশ হাসপাতালের ডরমেটরি ভবন, ২ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে পুলিশ বেতার ভবন (টেলিকম ভবন), ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে পাগলা থানার অফিসার্স ডরমেটরি (ভবন), ১ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসভবন নির্মাণ।

পুলিশ প্রধানের আগমনকে ঘিরে ময়মনসিংহে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মোহাম্মদ আল আমিন।

এ সম্পর্কিত আরও খবর