কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 23:33:02

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ দুই চিকিৎসকসহ চারজনের একটি টিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রবেশ করেছেন।

সোমবার (০৪ মার্চ) সকাল ৯ টায় তারা বিএসএমএমইউতে প্রবেশ করেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের এই টিমটি ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণ শেষে তারা বিএসএমএমইউ'র চিকিৎসকদের সঙ্গে সকাল ১০ টায় একটি বোর্ড মিটিংয়ে বসবেন।

এ বিষয়ে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বার্তা২৪.কমকে বলেন, ‘সিঙ্গাপুর থেকে আগত টিমটি ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে বিস্তারিত সকাল ১১ টায় একটি সংবাদ ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।’

এর আগে রোববার (৩ মার্চ) রাত পৌনে ৮ টার দিকে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চার সদস্যদের বিশেষজ্ঞ চিকিৎসক দল বিএসএমইউ হাসপাতালে যান। 

আরও পড়ুন

ইশারায় পানি খেতে চেয়েছেন কাদের

বিএসএমএমইউ'র সামনে নিরাপত্তা জোরদার

বিএসএমএমইউতে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা

এ সম্পর্কিত আরও খবর