ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 11:15:19

প্রাথমিক বিদ্যালয়ের মতো রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ও কোডবিহীন মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোড নাম্বারের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।

সোমবার (৪ মার্চ) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধনে সমিতির সভাপতি হাফেজ মাওলানা কাজী ফয়েজুর রহমান বলেন, '১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হয়৷ এরপর দেখা যায় ২০১৩ সালে ৯ জানুয়ারি সরকার ২৬ হাজার ১৯৪ টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে৷ কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মত ইবতেদায়ি মাদরাসা সরকারি সকল কাজে অংশগ্রহণ করেও তাদের অর্ধেক পরিমাণ বেতনও পান না। দেখা যায় প্রাথমিক শিক্ষকেরা মাস শেষে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন নিয়ে বাড়ি যান। কিন্তু আমাদের মাস শেষে ছেলে-মেয়ে, সংসার নিয়ে চলতে কষ্ট হয়ে যায়।'

তিনি আরও বলেন, 'দেশের ১৫১৯ টি ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা ২৩০০ টাকা মাসিক ভাতা পান। আর বাকি প্রায় ৮ হাজার ৫০০ টি মাদরাসার শিক্ষকগণ প্রায় ৩৪ বছর ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত।'

এ সময় সমিতির মহাসচিব মোঃ মোখলেসুর রহমান বলেন, '২০১৮ সালের ১৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৬ দিন শিক্ষকেরা অবস্থান কর্মসূচি থেকে অনশন পালন করে। তখন শিক্ষা সচিব প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবি পূরণে আশ্বস্ত করেন। কিন্তু এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশ। এখন আমরা আবারও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে এসেছি যে আমাদেরকে জাতীয়করণ করা হোক।'

এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর