এয়ার অ্যাম্বুলেন্সে কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-21 14:48:28

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয়েছে কাদেরকে।

এর আগে সোমবার (৪ মার্চ) বিএসএমএমইউ’র ডা. মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে কাদেরকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে বলে জানান উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

এ সময় উপাচার্য বলেন, 'শেঠি বলেছেন, এই মুহূর্তে শিফট করা সম্ভব। এটা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সক্ষমতা সাপেক্ষ যত দ্রুত সম্ভব শিফট করছি।'

তিনি আরও বলেন, ‘সমস্ত কিছু পর্যালোচনা করেছে ডা. দেবী শেঠি। দেখার পর তিনি বলেছেন, হোয়াট এভার ডান ইউর মেডিকেল টিম, এক্সিলেন্টস। এ সময় কাদেরের সহধর্মিনীকে শেঠি বলেছেন, ইউ আর লাকি, ইউরোপ আমেরিকায়ও এরকম চিকিৎসা হয়।'

এর আগে অ্যাম্বুলেন্সে করে কাদেরকে বিমানবন্দরে নেয়া হয়।

মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা.সৈয়দ আলী আহসান বলেন, ‘কাদেরের শারীরিক অবস্থা স্টাবল। সকাল ৯ টা থেকে উনার অবস্থা স্থিতিশীল রয়েছে। উনার রক্তের চাপ ১১০ থেকে ৭০ পর্যন্ত। মাঝে মাঝে রক্তের চাপ ১২০-৩০ পর্যন্ত হয় আবার স্বাভাবিক হয়ে যায়। উনার যে শারীরিক অসুবিধাগুলো হচ্ছিল সেগুলো ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে চলে আসছে।’

তিনি আরও বলেন, ‘উনি খুব হাই সুগার নিয়ে এসেছিলেন। এখন তাও ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। উনি খুব নড়াচড়া করছেন এবং ভেন্টিলেশন খুলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এতে বুঝা যায় উনি ভাল আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে উনার এই কষ্টটাকে লাগব দিচ্ছি। সব কিছু নিয়ে এখন বলা যায় উনার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং উন্নতির দিকে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিয়েশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক, প্রফেসর মেশকাত চৌধুরী, অ্যানেস্থেশিয়ার প্রফেসর দেবব্রত ভৌমিক, প্রফেসর আক্তার, কার্ডিও সার্জারির ডা. বুলবুল, প্রফেসার ওহিদ বর্মণ অধিকারী।

এ সম্পর্কিত আরও খবর