চকবাজার ট্র্যাজেডি: আরও ১১ লাশ শনাক্ত, বাকি ৮

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 00:37:19

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ১৯ লাশের মধ্যে ১১ জনের লাশ শনাক্ত করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।

শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, '১৯ টি লাশের মধ্যে ১১ টি লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ২ জন নারী, ৯ জন পুরুষ।'

লাশ শনাক্ত হওয়া দুই নারীর নাম ফাতেমা জোহরা, নাসরিন জাহান। এ ঘটনায় আরও ৮টি লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আগামী ১০/১২ দিনের মধ্যে তাদের শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, 'যেহেতু ঘটনাটি নিয়ে মামলা হয়েছে। তাই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

এর আগে মোট ৪৮ জন নিকটাত্মীয়ের কাছে থেকে মোট ৪৮ টি রেফারেন্স ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল সিআইডি'র ফরেনসিক দল।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সব মিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত ৭১ জন মারা গেছেন।

এ সম্পর্কিত আরও খবর