‘টাস্কফোর্সের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করা হবে না’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 21:46:44

পুরান ঢাকা থেকে সকল প্রকার কেমিক্যাল গোডাউন ও কারখানা অপসারণে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীরা যাতে কোনো রকমের অযথা হয়রানির শিকার না হন সেই ব্যাপারে নজর রাখা  হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বুধবার (৬ মার্চ) সকালে রাজধানীর নগর ভবনে আয়োজিত 'পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ব্যবসায় সংকট ও সম্ভাবনা, করণীয় এবং বর্জনীয়' শীর্ষক এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘প্লাস্টিকের সাথে রাসায়নিকের একটা ধারনাগত সংমিশ্রণ রয়ে গেছে, তাই আমি বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাকে বলবো, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনি রিপোর্ট প্রদান করবেন যে, সমস্ত প্লাস্টিক ও প্লাস্টিকের পণ্য ঝুঁকিপূর্ণ কিনা।’

‘রিপোর্টে যদি এটা প্রতিয়মান হয় যে, এটা অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ না, তাহলে অভিযান থেকে প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় পণ্যকে বাদ দেওয়া হবে। আর যদি প্লাস্টিক জাতীয় পণ্য অগ্নিকাণ্ডের জন্য সহায়ক হয়, তাহলে নগর কর্তৃপক্ষের কোনো কিছু করার থাকবে না।’

তিনি বলেন, ‘২৯টি কেমিক্যাল ছাড়াও অনেক কেমিক্যাল আছে যা সত্যিকার অর্থেই দাহ্য। বাস্তবতাকে যদি আমরা না মানি তাহলে আরেকটি নিমতলী, আরেকটি চুড়িহাট্টা হবে। এই জিনিস দেখবার জন্য আমরা কিন্তু প্রস্তুত নই। তাই যে সকল কেমিক্যাল জাতীয় পদার্থ দাহ্য পদার্থ হিসেবে প্রতিয়মান হবে সেইখানেই আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘নিমতলীর ঘটনার পরে যেই পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হলে আজ চকবাজারে এই ঘটনা ঘটত না। আমাদের সেই ভুল থেকে শিখতে হবে। সেই সময়ে যে যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল তা আমরা এবার নেব।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ সরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর