টেশিস হবে শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠান: জব্বার

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 01:27:31

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, টেলিফোন শিল্প সংস্থা টেশিসকে যেকোনো মূল্যে শক্তিশালী একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। কোনো অবস্থাতেই ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না। টেশিসকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার এই চ্যালেঞ্জ ব্যর্থ হওয়ার কোনো রাস্তা নেই।’

বুধবার (৬ মার্চ) টঙ্গীতে টেশিস স্থাপনা পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, তাদের স্বার্থ রক্ষা করতে হবে সবার আগে। আমাকে তা পারতেই হবে। টেশিসকে সবল করতে কোনো ব্যর্থতা মেনে নেওয়া হবে না।’

তিনি এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

টেশিসকে শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিকে স্বাধীন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে। কারও কাছে জিম্মি হয়ে লক্ষ্য অর্জন সম্ভব নয়। এত বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও টেশিস পিছিয়ে থাকতে পারে না। অন্যরা পারলে টেশিস কেন পারবে না। সঠিক কর্মপরিকল্পনা নিয়ে এগোতে পারলে টেশিসকে শক্তিশালী করা কঠিন হবে না।’

তিনি আরও বলেন, ‘মার্কেট সার্ভে না করে কোনো ডিজিটাল পণ্য উৎপাদন ও বাজারজাতে সুফল আসে না।’

এতকাল বাজার ও উৎপাদন বিষয়ে কোনো গবেষণা ও কর্মপরিকল্পনা না থাকায় মন্ত্রী বিস্ময় প্রকাশ করেন।

তুলনামূলক সাশ্রয়ী মূল্যে গুণগত মানের দোয়েল ল্যাপটপ তৈরি ও তা ক্রয়ে ক্রেতাদের আগ্রহী করে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মোস্তাফা জব্বার বলেন, ‘পাইরেসি সফটওয়্যার ব্যবহারের সংস্কৃতি যেন দোয়েলকে স্পর্শ করতে না পারে, এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।’

চাহিদা ভিত্তিক গুণগত মানের ডিভাইস উৎপাদন ও বাজারজাত করার মাধ্যমে জনগণের হাতে পণ্য পৌঁছে দিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের কাছে পৌঁছতে না পারলে টিকে থাকা যায় না।’

এ সম্পর্কিত আরও খবর