সহস্রাধিক ক্ষুদে `বঙ্গবন্ধু'র কণ্ঠে ঐতিহাসিক ভাষণ

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-24 07:45:39

খুলনা বিভাগের ১০ জেলার সহস্রাধিক শিক্ষার্থীর কণ্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে খুলনা জিলা স্কুল মাঠে সহস্রাধিক শিক্ষার্থী ক্ষুদে `বঙ্গবন্ধু‘ সেজে এই ভাষণ দেয়। তারা বঙ্গবন্ধুর মতো একই ভঙ্গিতে ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ১৯ মিনিটের ভাষণ দেয়। খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন এই ক্ষুদে বঙ্গবন্ধু সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, `পাকিস্তান সৃষ্টি হওয়ার পর বঙ্গবন্ধু ১৩ বছর জেল খেটেছিলেন। কিন্তু তিনি কখনো অন্যায়ের সাথে আপোস করেননি। আজ যারা এখানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দিল তারাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে যেখানে কোন দুর্নীতি, শোষণ, নীপিড়ন থাকবে না।'

পরে মেয়র ক্ষুদে শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

 

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সমাবেশের প্রধান আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা আলমগীর কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী।

এ সম্পর্কিত আরও খবর