রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২৪ সদস্যের কারাদণ্ড

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-04 11:43:58

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২৪ সদস্যকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‍্যাব-৪।

র‍্যাব-৪ সূত্রে জানা গেছে, মিরপুরের অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২৪ সদস্যকে আটক করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে মিরপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, 'আজ র‍্যাব-৪ এর সহযোগিতায় ২৯ ছিনতাইকারীকে আটক করে। এর মধ্যে ২৪ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকী পাঁচজন মাইনরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর