খুলনায় দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-17 16:54:52

খুলনার ডুমুরিয়ায় দোতলা বাড়ির গ্রিল ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে মারাত্মক আহত হয়েছেন ওই বাড়ির মালিক নারায়ণ রাহা (৭১)। শনিবার (৯ মার্চ) ভোররাত ৪টার দিকে উপজেলার চাকুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহকর্তা নারায়ণ জানান, ভোররাতে বেশ কয়েকজন ডাকাত বাড়িতে ঢোকে। তারা গলায় অস্ত্র ঠেকিয় চাবি নিয়ে আলমারি খোলে। স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ টাকার মালামাল লুট করে তারা।

ডাকাতি করে ফেরার পথে এলাকাবাসীর হাতে ধরা পরে ডাকাত দলের তিনজন। তাদের গণধোলাই দেওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) পুষ্পেন দেবনাথ বার্তা২৪.কমকে জানান, ডাকাতদের দায়ের কোপে নারায়ণ রাহা মারাত্মক আহত হয়েছেন। ডাকাতি করে ফেরার পথে এলাকাবাসী তাদের ধরার চেষ্টা করলে পাঁচটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় ডাকাতরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তিন ডাকাতকে আটক করা হয়। বাকিরা ডাকাতদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গণপিটুনিতে দুই ডাকাতের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটক ডাকাতরা হলো- খুলনার সোনাডাঙ্গা থানার হাফিজনগরের কাওসার আলীর ছেলে লিটন হোসেন, বসুপাড়ার হাসেন শেখের ছেলে বাবুল শেখ ও তেরখাদার মোতালেব খানের ছেলে সেলিম খান।

এ সম্পর্কিত আরও খবর