রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে একই পরিবারের ৬ জন নিখোঁজ হওয়ার ঘটনায় মাহির (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় উদ্ধার হলো ২ জন। এখনও চারজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজরা হলেন শাহিদা, মিম (৮), দেলওয়ার (২৭) ও তিন মাসের একটি শিশু।
শনিবার (৯ মার্চ) সকালে শিশুটিকে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক বার্তা২৪.কমকে জানান, সকালে মাহির লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার দুপর ১২ টার দিকে ভেসে ওঠে শিশুটির ফুফু জামসিদার (২০) লাশ। মাহী নিখোঁজ সাহিদার মেয়ে।
উল্লেখ্য, কেরানীগঞ্জে বসবাসকারী শাহজালাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরের বজেশ্বরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে সদরঘাটের কাছে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় শাহজালালদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।