আবারও আসছে বিশেষ ট্রাফিক সপ্তাহ: ডিএমপি কমিশনার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 21:54:15

রাজধানীর ঢাকা পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আবারও বিশেষ ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর আজিমপুরে কমিউনিটি সেন্টারে 'ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে করনীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলে।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঢাকা শহরের গণপরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে আবারও রাজধানীতে বিশেষ ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হবে। এই বিশেষ ট্রাফিক সপ্তাহের কার্যক্রম আগের বিশেষ ট্রাফিক সপ্তাহগুলোর মতোই পালন করা হবে’।

ট্রাফিক আইন না মানার প্রবণতা থেকে এখনো মানুষ ফিরে আসছে না মন্তব্য করে তিনি বলেন, ‘পথচারী থেকে শুরু করে পরিবহন চালক, শ্রমিক ও মালিকরাসহ কেউই ট্রাফিক আইন মানে না। বিদেশের দেশগুলোতে আইন মেনে মানুষজন প্রমাণ করে সেদেশের সুনাগরিক তারা। কিন্তু আমাদের দেশে আইন ভেঙ্গে মানুষজন প্রমাণ করে তারা কত ক্ষমতাবান। ফলে এই শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন অনেক কষ্টকর একটি কাজ।’

তিনি বলেন, ‘একটি দেশের ১০০ জনের মধ্যে যদি ৯৯ জনই আইন না মানেন, তাহলে আকাশ থেকে ফেরেশতা নামিয়ে আনলেও কোনো কাজ হবে না। আমরা পড়ে গেছি দুষ্ঠুচক্রের মধ্যে। যারা কিনা কোনো আইনই মানতে চায় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে দেশে এখন সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখতে আমাদের প্রয়োজন উন্নত একটি গণপরিবহন ব্যবস্থা।’

ঢাকা শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান চালিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান।

এ সময় তিনি ট্রাফিক পুলিশদের উদ্দেশ্যে বলেন, ‘পুলিশ কোনো রাজস্ব আদায়কারী সংস্থা নয়। তাই মামলার বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। তাছাড়া মানুষ যেন হয়রানি শিকার না হয় সেই বিষয়টিও খেয়াল রাখবেন।'

এ সম্পর্কিত আরও খবর