বুড়িগঙ্গায় নৌকাডুবি:  ৫ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 04:27:46

বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজদের মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনও  একজন নিখোঁজ রয়েছেন।

এছাড়া শাহজালাল নামে আরেকজন আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

শনিবার (৯ মার্চ) সকাল সোয়া ১১টা থেকে দুপুর পৌনে ১২টার মধ্যে আরও তিন মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলেন, দেলোয়ার (৩৮) ও তার ৭ মাস বয়সের সন্তান জুনায়েদ ও নৌ দুর্ঘটনায় আহত শাহজালালের মেয়ে মীম (8) ।

বিষয়ে  সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক বার্তা২৪.কমকে জানান, আজ সকালে দিকে মীমের (৮) মরদেহ উদ্ধার করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে বাবুবাজার ব্রিজ এলাকা থেকে ভাসমান অবস্থায় প্রথমে দেলোয়ার হোসেনের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরই দেলোয়ারের সাতমাস বয়সী ছেলে জুনায়েদের লাশও  উদ্ধার করেন ডবুরিরা।

তিনি বলেন, এ ঘটনায় এখন শুধু নিখোঁজ আছেন মাহীর মা সাহিদা (৩২)।

এর আগে দেলোয়ারের স্ত্রী জামসিদার (২০) ও শাহজালালের মেয়ে মাহীর (৬) মরদেহ উদ্ধার করা হয় বলেও তিনি জানান।

উল্লেখ, কেরানীগঞ্জে বসবাসকারী শাহজালাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরের বজেশ্বরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে সদরঘাটের কাছে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় শাহজালালদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ সম্পর্কিত আরও খবর