‘অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে’

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 03:25:39

সারাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে। এসব অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, ‘জিটিসিএল জ্বালানি খাতের ধমনী স্বরূপ। জিটিসিএল ভাল থাকলে দেশের জ্বালানি খাত ভাল থাকবে। উন্নত বাংলাদেশের কথা বিবেচনায় রেখে আগামীর পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

শনিবার (৯ মার্চ) বিআইসিসিতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঐক্যবদ্ধ থেকে জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকতে হবে। বিতরণ বা সঞ্চালনজনিত কারণে যেন জনগণ হয়রানির শিকার না হয়। দেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রগতির সাথে খাপ খাইয়ে নিজেদেরকেও দক্ষ করে গড়তে হবে।’

সারাদেশে গ্যাস সঞ্চালনের নেটওয়ার্ক গড়ে তোলার জন্যও নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

জ্বালানি বিভাগের সচিব আবু হেনা মোহাম্মদ মুনিম বলেন, ‘দুই দশক পরে বাংলাদেশ চীনের মতো উন্নত হবে। সেভাবে পরিকল্পনা নিতে হবে। জিটিএসএল’র মাস্টার প্ল্যান ঢেলে সাজাতে হবে।’

এ সময় অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পেনশন সুবিধা, গৃহ নির্মাণ ঋণ বৃদ্ধি, গাড়ি ঋণ, স্বতন্ত্র বেতন স্কেল বিবেচনার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পেট্টোবাংলার চেয়ারম্যান মো. রুহুল আমীন ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হুসাইন ও জিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী মো. আল মামুন।

এ সম্পর্কিত আরও খবর