কাজে যোগ দিলেন নতুন মেয়র আতিকুল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:35:14

মেয়র হিসেবে প্রথম দিনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে যোগদান করেছেন মো. আতিকুল ইসলাম।

রোববার (১০ মার্চ) বিকাল ৩টায় প্রথম সংবাদ সম্মেলন করবেন তিনি। সেখানে মেয়র তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করবেন।

 ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) মেয়র হিসেবে শপথ নেন আতিকুল। এদিন তার সঙ্গে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নবনির্বাচিত ৪৯ কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। শপথ নিয়ে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র ও কাউন্সিলররা।

এরপর তারা বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে শহীদদের সমাধি ও ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরের দিন শুক্রবার আতিকুল ইসলাম টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচানে জয়ী হন আতিকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে সাত লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ সম্পর্কিত আরও খবর