`বর্তমান প্রজন্ম হবে কৃত্রিম প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ'

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-31 12:34:25

সরকারের তৃতীয় মেয়াদে আগামী পাঁচ বছরের যে প্রজন্ম গড়ে উঠবে তারা কৃত্রিম প্রযুক্তি জ্ঞানের ওপর সমৃদ্ধি লাভ করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানে অজ্ঞ রেখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা সম্ভব নয়। আগামী পাঁচ বছরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা থাকবে না যেখানে দ্রুত ইন্টারনেট সুবিধা পাবে না। প্রতিটি স্কুল কলেজে মাল্টিমিডিয়ায়, প্রযুক্তি জ্ঞানে ওপর ক্লাস হবে। যে কোনো অবস্থাথেই তাদের কাছে যে কোনো ডিভাইস পৌঁছে দিব।’

সোমবার (১১মার্চ) দুপুর সোয়া ১২টায় নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ই-লার্নিং মেলার উদ্বোধনকালে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এ মেলার আয়োজন করে।

মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে প্রধানমন্ত্রী যখন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছিলেন, তখন তিনি স্বপ্ন দেখেছিলেন প্রতিটি ছাত্র-ছাত্রী ল্যাপটপ নিয়ে স্কুলে যাবে। আমি বিশ্বাস করি এ স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব। বর্তমানে দেশের ৬৪০টি স্কুলে ই লার্নিংয়ের আওতায় শিক্ষার্থীরা আইএলসি বিষয়ে প্রযুক্তি জ্ঞান পাচ্ছে। এর মধ্যে চট্টগ্রামে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা চালু হয়েছে। আগামী দু’তিন বছরের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই সুযোগ সুবিধা দিব। ইন্টারনেটের পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা করব। যাতে শিক্ষার্থীরা পড়াশুনা শেষে বেকার না থাকে, কিছু একটা করতে পারে। আর কয়দিন পর এমনো গাড়ি দেখবে চালক নেই, অত্যাধুনিক রোবট তোমার পাশ দিয়ে হাঁটছে। গ্রামের বাজারে দোকান থেকে মাংস কেনার জন্য ক্রেতাকে দেখানে যেতে হবে না, ক্রেডিট কার্ডে টাকা প্রেমেন্ট হবে। উপজেলা প্রতিনিধির কি কাজ, বৈঠকে কি বিষয়ে কথা বলতে হবে তা আগের দিনে মেসেজ চলে আসবে।’

ইন্টারনেটের নেতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, ‘অভিবাবকরা মনে করেন, গেম খেললেই ছেলে-মেয়েরা নষ্ট হয়ে যায়। আমি বলব তোমরা বেশি বেশি গেম খেলবা। গেম ও ইন্টারনেট ব্যবহার করলে সন্তানরা নষ্ট হয় না, সন্তানরা নষ্ট হয় পারিপাশ্বিক পরিবেশ, পরিরবার এবং শিক্ষার অবস্থানগত কারণে। ইন্টারনেট পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানের উৎস। জালের মতো ছিড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যের অফুরন্ত ভাণ্ডার। তবে তোমাদের বলব, ইন্টারেনেটের সব কিছু ভাল নয়। এর মধ্য থেকে ভাল কনটেন্ট বাছাই করে নিতে হবে। এ লক্ষ্যে আমি ২০ হাজার খারাপ সাইট বন্ধ করে দিয়েছি। আমি কথা দিচ্ছি আগামী ছয় মাসে এমন ব্যবস্থা নিব, ছেলে-মেয়েরা চাইলেই খারাপ কিছুতে প্রবেশ করতে পারবে না। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আমাদের মেয়েরা দেশে-বিদেশে প্রতিভার স্বাক্ষর রাখছে। কোনো কোনো ক্ষেত্রে তারা ছেলেদের চেয়েও ঈর্ষণীয় সাফল্য এনেছে। একইসাথে দু থেকে তিনবছরের মধ্যে প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তি সমৃদ্ধি শিক্ষক নিয়োগ দিতে পারব।’

সরকারের বিগত দশ বছরের অগ্রগতি তুলে ধরে মোস্তফা জব্বার বলেন, ‘বিগত সময়ে বাংলাদেশ সব উন্নয়ন সূচকে উচ্চতর গতিশীলতা ধরে রেখেছে। এটি কেবল আমরা নয়, পাকিস্তান, ভারতও আমাদের অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করে। পশ্চিমা বিশ্ব উন্নত দেশ রূপায়ন করতে গিয়ে বাংলাদেশের পরিকল্পনা, মতামত, চিন্তা-ভাবনার গ্রহণ করে।’

উন্নয়নের এই লক্ষ্যমাত্রা ধরে রাখতে হলে সকলের সহযোগিতা আশা করেন তিনি। এর আগে মন্ত্রী ই লানিং মেলা ঘুরে দেখেন।

মাধ্যমিক উচ্চ ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সেসিপ’র পরামর্শক একেএম শামসুল ইসলাম, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম হোসাইনী, সেসিপ’র অতিরিক্ত সচিব ও যুগ্ম-প্রোগাম পরিচালক মো. আবু ছাইদ।

এছাড়া স্বাগত বক্তব্য দেন- মাধ্যমিক উচ্চ ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন।

 

এ সম্পর্কিত আরও খবর