বার্তা২৪.কমে সংবাদ প্রকাশের পর হালদায় অভিযান

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-24 14:05:52

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান পরিচালনা করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। এ সময় বালু ভর্তি একটি নৌকা ও ড্রেজার আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে নদীর সর্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

এর আগের সোমবার (১১ মার্চ) ‘হালদা ও কর্নফুলীর মোহনা থেকে বালু উত্তোলন, হুমকিতে মা মাছ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে বার্তা২৪.কম। এর পরিপ্রেক্ষিতে হালদা নদীতে অভিযানে নামেন ইউএনও।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বার্তা২৪.কমকে বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে নৌকা ও ড্রেজার ফেলে বালু চোরেরা পালিয়ে যায়।
হালদাকে মা মাছের অভয়ারণ্য করতে করণীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেও কয়েকটি মা মাছ মারা গিয়েছিল। তাই হালদা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।’

এ সম্পর্কিত আরও খবর