শাস্তির পরও অপরাধ বাড়ছে পুলিশে

ঢাকা, জাতীয়

শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 01:22:42

নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে পুলিশ৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের বার বার কঠোর সর্তকতা নির্দেশনার পরেও থেমে নেই পুলিশে অপরাধ। পুলিশ সদর দফতরে নিয়মিত জমা পড়ছে অভিযোগ। কোনটা ই-মেইলে, কোনটা মোবাইলে আবার কোনটা  সরাসরি। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে এই সব অভিযোগের সত্যতা মিললেই দেওয়া হচ্ছে শাস্তি৷ 

পুলিশ সদরদফতর সূত্র বলছে, ২০১৭ ও ২০১৮ সালে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২৮ হাজার ৯৯১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার ২৫ হাজার ৯২ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৫৫ জন এবং এএসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার ৭ জন রয়েছেন।

এর আগে ২০১৭ সালে ১৬ হাজার ১২৭ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। ২০১৬ সালে সারাদেশে ১৩ হাজার ৬০০ অভিযোগের মধ্যে প্রায় ১৩ হাজার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বার্তা২৪.কমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে লঘুদণ্ড, গুরুদণ্ড, চাকরিচ্যুতি, বাধ্যতামূলক অবসরসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসা মাত্রই আমরা কিন্তু তাদের শাস্তি নিশ্চিত করছি৷ কারো কারো ক্ষেত্রে বিভাগীয় মামলা হচ্ছে, আবার কারো ক্ষেত্রে ফৌজদারি মামলাও দেয়া হচ্ছে৷

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘুষ নেওয়া, নানাভাবে হয়রানি, বিয়ের পর স্ত্রীকে ভরণ-পোষণ না দেওয়া ও যৌতুকের জন্য নির্যাতন, জমি-জমা সংক্রান্ত এবং পুলিশ সদস্যের হুমকির মুখে জীবনের নিরাপত্তা চাওয়ার অভিযোগ আসছে। এগুলোর মধ্যে ঘুষ ও হয়রানির পর ভরণপোষণ না দেওয়ার জন্য পুলিশ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগই বেশি।

এদিকে, বাহিনীর অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে অনেক আগে থেকেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। তবে পুলিশ সদস্যের বিরুদ্ধে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা পাওয়া না গেলেও মাদক ব্যবসা, বিক্রি ও সেবনের অভিযোগ আছে। আর সেসব অভিযোগের জন্য শাস্তিও মিলেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

পুলিশের অপরাধ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান বার্তা২৪.কমকে বলেন, পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে এটা ঠিক না। পুলিশে অপরাধ আগেও ছিল, এখনো আছে। আগে সেভাবে গণমাধ্যমে আসত না, এখন আসছে৷ আমাদের অর্থনীতি অবস্থা পরিবর্তন হয়েছে। অনেকেই অল্প দিনে ধনী হতে চাচ্ছে যার ফলে অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশ৷

একই বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মাদ বার্তা২৪.কমকে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন দায়িত্বে পুলিশ যখন সাফল্য পাচ্ছে, কিছু ঘটনায় জনগণের কাছে পুরো বাহিনীই বিতর্কিত হয়ে পড়ছে। ভাবমূর্তি উদ্ধারে পুলিশ বাহিনীকেই এগিয়ে আসতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে পারলেই অপরাধ প্রবণতা কমবে৷

 

এ সম্পর্কিত আরও খবর