নদী তীরে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: পানিসম্পদ উপমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-27 04:42:00

নদীর তীরের অবৈধ দখলকারীদের উচ্ছেদে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।

তিনি বলেছেন, ‘সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর সমন্বিতভাবে বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর তীরবর্তী দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশকে বাঁচাতে হলে নদ-নদীগুলো বাঁচাতে হবে। তাই নদী তীরের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।’ 

বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন আয়োজিত এই নাগরিক সমাবেশে উপমন্ত্রী এসব কথা বলেন।

দেশজুড়ে জলাবদ্ধতা দূরীকরণে পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি ও আমার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরেজমিনে দেশের জলাবদ্ধ ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শুরু করেছি।’

‘এই বর্ষা মৌসুমে দেশবাসীকে জলাবদ্ধতা হতে মুক্ত করতে কাজ করছি। পাশাপাশি ভাঙন কবলিত এলাকাগুলোও চিহ্নিত করে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নিরলস কাজ করছি।’

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে উপমন্ত্রী নদী রক্ষায় জনসচেতনতার উপর গুরাত্বারোপ করেন এবং তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নদী বাঁচাও আন্দোলন আয়োজিত এই নাগরিক সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক মনির মুন্সি, জনকণ্ঠ গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর