‘কিছু বিশ্ববিদ্যালয় রাজনীতির ঊর্ধ্বে রাখা ভালো’

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা ২৪.কম | 2023-08-29 22:31:44

বৈচিত্র্য ও পারিপার্শ্বিকতা বিবেচনায় কিছু বিশ্ববিদ্যালয় রাজনীতির ঊর্ধ্বে রাখা ভালো বলে মনে করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেছেন, ‘কিছু প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য ও ভালোর জন্য পলিটিক্স না আনাই ভালো। এগুলোকে নিবিড় পর্যবেক্ষণের সুযোগ দেওয়া উচিত।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিভাসু প্রতীকী জাতিসংঘ সংস্থা (সিভাসুমুনা) তিন দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিমন্ত্রী জাবেদ বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে সূচকের ধারাবাহিকতা রক্ষায় কাজ করছে। দেশের মতো একটি প্রতিষ্ঠানেরও লক্ষ্যমাত্রা পূরণ করতে কিছু সক্ষমতা ও পদক্ষেপের প্রয়োজন হয়। ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়গুলো অন্য বিশ্ববিদ্যালয়ের মতো ট্রেডিশনাল নয়, একেবারেই ভিন্ন। এসব বিশ্ববিদ্যালয়কে রাজনীতিতে না আনাই ভালো।’

পশ্চিমা বিশ্বের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘উন্নত দেশের মানুষ কাজ-কর্মে এতোটাই নিমগ্ন থাকে যে, কারো সাথে ১০ মিনিট সুখ-দুঃখের কথা বলার কাউকে পায় না। সেখানে মানুষ বিড়াল, কুকুর এমন প্রাণীর সাথে অবসর সময় কাটান। এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে এ পশুদের চিকিৎসার বিশাল একটি বাজার তৈরি হয়েছে। আমরাও কারিগরী, শিক্ষা কিংবা অ্যানিমেল স্বাস্থ্যসেবার এই ক্ষেত্রটি কাজে লাগাতে পারি।’

এর আগে অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম ও সিভাসুমুনার সাধারণ সম্পাদক পার্থ সীমান্ত বক্তব্য রাখেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী সিভাসুমুনা সম্মেলনে ৩৭টি সংগঠন অংশগ্রহণ করছে। সম্মেলনে বৈশ্বিক রাজনীতির পেক্ষাপট, পশ্চিমা বিশ্বের কূটিনৈতিক সফলতা, জাতিসংঘের কার্যক্রম, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) সাথে সংগতি রেখে প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয় বিষয়ে আলোচনা হবে। এরপর এক্ষেত্রে সিদ্ধান্ত ও প্রস্তাবনা গৃহীত হবে।

এ সম্পর্কিত আরও খবর