বাফুফে থেকে কিরণকে বহিষ্কারের দাবি মেয়র নাছিরের

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-31 03:45:53

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা মাহফুজা আক্তার কিরণকে বাফুফে থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে কিরণের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ অংশ নেন।

মেয়র আ জ ম নাছির বলেন, 'বাফুফের সকল পদ পদবি থেকে কিরণকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় দেশের ক্রীড়ানুরাগীরা রাজপথ ছাড়বে না। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার ধৃষ্টতা দেখিয়ে আবার সরকারি পদে বহাল তবিয়তে থাকবে সেটা হতে পারে না।'

এতে আরও বক্তব্য রাখেন, বিভাগীয় ফুটবল সংগঠক পরিষদের মহাসচিব তরফদার রুহুল আমিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, ফিফা রেফারি আবদুল হান্নান মিরণ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম, চসিক সাবেক কাউন্সিলর গোলাম নওশের টিপু, নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর