মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, ৫.১ ডিগ্রি

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 12:26:40

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। আজ রোববার সকালে সেখানে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ বছরের সর্বনিম্ন। আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আয়েশা খাতুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল ১১ টায় তিনি বলেন, প্রতি ছয় ঘণ্টা পর পর সারাদেশের তাপমাত্রা রেকর্ড করা হয়। সে হিসাবে আজ সকালে দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ বছরের এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। শনিবার চুয়াডাঙ্গা ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছিল। রাজধানী ঢাকায়ও তাপমাত্রা কমেছে। আজ সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ‘দিনাজপুর ও আশেপাশের এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে। সেই সঙ্গে ঘনকুয়াশা রয়েছে। দিনাজপুর ছাড়াও তেতুলিয়া, ডিমলা, নীলফামারি ও রাজারহাট এলাকায় দিন ও রাত উভয় সময়েই তাপমাত্রা কম’, বলেন আয়েশা খাতুন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী,পাবনা, দিনাজপুর ও কুষ্টিয়া অঞ্চলসমুহের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও সীতাকুন্ড অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ সম্পর্কিত আরও খবর