জাগ্রত-৭১ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, 'প্রেরণার উৎস মুক্তিযুদ্ধ। আমাদের স্মরণ রাখতে হবে। পথ রোধ করা যাবে না, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জাগ্রত-৭১ আমাদের সেই ইতিহাস স্মরণ করিয়ে দেয়।'
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টায় চট্টগ্রামের হালিশহর পুলিশ লাইন্স মাঠে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ জাগ্রত-৭১ ও মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, 'প্রধানমন্ত্রীকে তিন বার বিজয় করেছে দেশের মানুষ। দেশের জনগণ সব শক্তির উৎস। দেশবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ।'
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপিত এবিএম ফজলে করিম এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, চট্টগ্রাম পুলিশের ডিআইজি গোলাম ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, সিএমপি কমিশনার মাহবুবুল আলম, চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা।
মুক্তিযুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের ৮১জন পুলিশ সদস্য শহীদ হন। স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভ জাগ্রত-৭১ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া উদ্বোধন অনুষ্ঠান শেষে রাতে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে।