ক্রাইস্টচার্চে নিহত এক বাংলাদেশি সিলেটের

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা ২৪.কম | 2023-08-30 14:15:35

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত তিন বাংলাদেশির মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। এদের মধ্যে এক নারী হুসনে আরা পারভীন (৪২)।

তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের মেয়ে। তার বাবার নাম আব্দুন নূর (মৃত)।

পক্ষাঘাতগ্রস্ত স্বামী ফরিদ উদ্দিন আহমদকে সাথে নিয়ে জুমুআর নামাজ আদায় করতে ওই মসজিদে গিয়েছিলেন তিনি। মসজিদের অন্য পাশে নামাজ শেষ করে স্বামীর খোঁজ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে, অন্য মুসল্লিরা তার স্বামী ফরিদ উদ্দিনকে মসজিদ থেকে বের করে নেওয়ায় বেঁচে গেছেন তিনি।

তার চাচাতো ভাই এইচ আর শাকিল বার্তা২৪.কমকে জানান, স্বামী, একমাত্র মেয়ে ও দুই ভাইবোনের সাথে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে থাকতেন হুসনে আরা পারভীন। তার স্বামী ফরিদ উদ্দিন আহমদের বাড়ি বিশ্বনাথ উপজেলার চকগ্রামে। তিনি প্যারালাইজড হওয়ায় হুইল চেয়ারে চলাচল করেন।

তিনি আরও জানান, ১৯৯৪ সালে ফরিদ উদ্দিন আহমদের সাথে হুসনে আরা পারভীনের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর তারা নিউজিল্যান্ডে চলে যান। সর্বশেষ ২০০৯ সালে দেশে এসেছিলেন তারা।

নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে তার নিহত হওয়ার বিষয়টি সেখানে থাকা তার স্বজনদের জানানো হয়েছে। ওই হামলায় নিহত আরও দুই বাংলাদেশির বাড়ি কুড়িগ্রামে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে নিহত ২ বাংলাদেশি কুড়িগ্রামের

এ সম্পর্কিত আরও খবর