রাজধানীতে প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:26:38

বহুজাতিক কোম্পানিতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

এরা হলো- মো. শাহানুর মিয়া (৫১), মো. গোলাম কিবরিয়া (৩৮), মো. রফিকুল ইসলাম (২৪), মো. সিদ্দিকুর রহমান খান, মো. সিদ্দিক (৩৯), মো. নজরুল ইসলাম (২৭) ও হায়দার কবির মিথুন (৪৬)।

শনিবার (১৬ মার্চ) র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, র‌্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীতে একটি বহুজাতিক কোম্পানির সন্ধান পাওয়া যায়, যারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর উত্তরায় র‌্যাব-১ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব কর্মকর্তা জানান, তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, নয় লাখ ৬৯ হাজার ৬৯০ টাকা, ২৩টি রেজিস্টার, একটি নোটবুক, একটি ডায়েরি ও ২০টি অঙ্গীকারনামা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর