কোন্দলে না জড়িয়ে মিলেমিশে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী: ডাকসু ভিপি  

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:54:49

প্রধানমন্ত্রী আমাদের সবাইকে মিলে মিশে কাজ করতে বলেছেন; কোন্দল ও সংঘর্ষে জড়াতে না করেছেন বলে জানিয়েছেন ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর। 

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় গণভবনে ডাকসুর নব নির্বাচিত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে এলে সাংবাদিকদের এসব কথা বলেন নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে কিছু অনিয়ম ও ব্যত্যয় হয়েছে সেটা আমি নিজেই প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে তদন্ত করার অনুরোধ করছি।  তিনি এ বিষয়ে খোঁজ নিবেন বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি অতীতেও সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

এ সময় ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, আমরা সবাই মিলে এক সাথে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।

প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বেঠকে ডাকসুর নব নির্বাচিত সকল নেতা ও হল সংসদের নির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন। পৌনে তিনঘণ্টার বৈঠকে ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও হল সংসদের ভিপিরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাশ।

এ সম্পর্কিত আরও খবর