মন্ত্রীর জামাতার রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্ত চায় পরিবার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 18:54:21

খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের জামাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক রাজন কর্মকারের (৩৯) রহস্যজনক মৃত্যু হয়েছে।

রাজনের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এই কারণে তাকে হত্যা করা হতে পারে। তবে এ বিষয়ে শেরে বাংলা নগর থানা ও তেজগাঁও থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি। বর্তমানে তার মরদেহ ধানমন্ডির স্কয়ার হাসপাতালে রয়েছে। সুষ্ঠু বিচারের জন্য মরদেহের ময়নাতদন্ত চায় পরিবার।

রোববার (১৭ মার্চ) ভোরে সহযোগী অধ্যাপক রাজন কর্মকারকে ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে স্কয়ার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের এডিসি সাত্যকী কবিরাজ ঝুলন।

তিনি বলেন, 'পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়েছে। এই ব্যাপারে পরিবারের কেউ থানায় মামলা করতে আসেনি। আমরা ভালো করে বিষয়টির খোঁজ খবর নিচ্ছি।'

একই কথা বলেছেন, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বার্তা২৪.কম-কে বলেন, 'আমার থানায় কেউ মামলা করতে আসেনি। আমি ঘটনা জানার পর থেকে থানায় রয়েছি।'

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বার্তা২৪.কম-কে বলেন, 'আমাদের থানা পুলিশের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে বিষয়টা আমরা জেনেছি, আমার পুলিশ সদস্য হাসপাতালে আছে। যদি নিহতের পরিবার অভিযোগ করতে চান। আমরা অবশ্যই অভিযোগ গ্রহণ করবো।'

এদিকে রাজনের মামা সুজন কর্মকার দুপুরে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেন, 'আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। লাশের ময়নাতদন্তের মাধ্যমে তার মৃত্যুর কারণ জানতে চাই।'

রাজনের স্ত্রী কৃষ্ণা কাবেরী। তিনিও বঙ্গবন্ধু মেডিকেলের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।

এ সম্পর্কিত আরও খবর