বাংলাদেশের উন্নয়নে অভিভূত ভারতীয় হাই কমিশনার

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 15:35:23

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস দেশের উন্নয়ন দেখে ধাঁধায় পড়ে গেছেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রী বলেন, 'উনি এর আগেও চার বছর বাংলাদেশে ছিলেন। কাজেই এবার এসে বাংলাদেশের উন্নয়ন দেখে তাঁর ধাঁধা লেগেছে বলে কথায় কথায় জানিয়েছেন।'

সোমবার (১৮ মার্চ) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় পাশেই ছিলেন রিভা গাঙ্গুলী ও ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইক সহ ভারতীয় হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এর আগে মন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে বৈঠক করেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার।

টিপু মুনশি বলেন, 'নবনিযুক্ত হাই কমিশনার আমাদের সঙ্গে কাজ করতে চান। আমরা এবার তৈরি পোশাক রফতানির দিকে নজর দিচ্ছি। এই খাতে ভাল করতে পারলে রফতানির ফিগারটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাবে। আমরা এক সঙ্গে কাজ করব।'

এ সময় মন্ত্রী বলেন, 'ভারতীয় হাই কমিশনার আগেও ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত চার বছর আমাদের দেশে ছিলেন। এবার এসে আমাদের উন্নয়ন দেখে উনার চোখে ধাঁধাঁ লেগেছে। বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে বলে আমাদের জানিয়েছেন তিনি।'

এ সম্পর্কিত আরও খবর