রাঙামাটিতে নিরাপত্তার অভাব ছিল না: সিইসি

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-23 00:50:47

রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী বহরে গুলিবর্ষণের ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

এর আগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আহতদের দেখতে যান সিইসি। ওই সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে অবস্থানকালে আহতদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এরপর সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি নূরুল হুদা।

এর আগে গত ১৩ মার্চ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছিলেন নির্বাচন কমিশনার। ওই আলোচনা সভায় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম পার্বত্য অঞ্চলের ভৌগলিক অবস্থান বিবেচনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

এর সূত্র ধরে নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিলাম। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ছিল। বিজিবির গাড়ি সামনে থেকে মালামাল নিয়ে যাচ্ছিল। পেছন থেকে অ্যাটাক হয়েছে। যে স্থানে অ্যাটাক হয়েছে, সে স্থানটি এত সংকীর্ণ রাস্তা, কোনো গাড়ি দূরে চলে গেলে ব্যাক করে বা ঘুরে আসা সম্ভব না। প্রটেকশনের যে গাড়িগুলো ছিল তা সামনে চলে গেছে। সুযোগ বুঝে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে জায়গা বেছে নিয়েছিল। এখানে কোনো নিরাপত্তার অভাব ছিল না।’ নিরাপত্তা রক্ষা করতে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনার তদন্ত হচ্ছে জানিয়ে সিইসি আরও বলেন, ‘কারা দায়ী, কেন এমন ঘটনা ঘটল, আমরা তা এখন পর্যন্ত জানি না। আমরা পুলিশ, ডিআইজিকে নির্দেশ দিয়েছি। তারা তৎপর আছেন। যারা এর জন্য দায়ী তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর