বন্ধুর রক্তের ওপর শুয়েছিল ওরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 01:48:09

সকালে সুপ্রভাত বাসের ধাক্কায় তাজা প্রাণ হারিয়েছে সহপাঠী বন্ধু আরবার আহমেদ চৌধুরী। জেব্রা ক্রসিংয়ের ঠিক মাঝ বরাবর রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে নিহত হন আরবার। ছোপ ছোপ রক্ত এখনো জেব্রা ক্রসিংয়ের সাদা চুনে লেগে আছে। বন্ধুর সেই রক্তের ওপর শুয়ে আছে নাজমুল, রুবেল, শান্তরা।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর নদ্দা যমুনা ফিউচার পার্কের সামনে বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আরবার আহমেদ চৌধুরী।

রাস্তা পারাপারের নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। তবুও কেন বাসের ধাক্কায় তার মরতে হলো। সেটা নিয়েই সহপাঠীদের যত অফসোস।

আবরারের বাসে ধাক্কা লাগার সেই ঘটনাস্থল ঘিরে রেখে সকাল থেকে বসেছিলো তার বন্ধুরা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তারা সড়ক অবরোধ করে রাখে। দুপুরের পর আরবারের প্রিয় বন্ধু রুবেল সাদা কাপড় শরীরের জড়িয়ে রক্তমাখা জেব্রা ক্রসিংয়ের ওপর শুয়ে পড়েন।

সরেজমিনে দেখা যায়, রক্তের দাগ তখনও সেখানে লেগে আছে। রক্তের ওপর মাছি ভনভন করে উড়ছে।

নাজমুল নামের নিহত আবরারের এক বন্ধু বার্তা২৪.কম-কে বলেন, 'আরতো কখনো ওর পাশে থাকতে পারবো না। তাই তার মরে যাওয়া জায়গাতেই শুয়ে আছি। আমাদের কোনো দাবি নেই, আমরা শুধু একটা কথায় বলতে চাই, আর কত মায়ের বুক খালি হলে নিরাপদ সড়ক পাব। আজ আরবার গেছে এরপরে হয়তো আমাকে যেতে হবে।'

উল্লেখ্য, সকালে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় দুই বাসের প্রতিযোগিতার মাঝখানে পড়ে যান আবরার। পরে সুপ্রভাত বাসের চাপায় তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর