ফিস অ্যান্ড কোং রেস্টুরেন্টকে ১৫ লাখ টাকা জরিমানা

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-23 02:24:54

রাজধানী গুলশান ১ নং এর ‘ফিস অ্যান্ড কোং রেস্টুরেন্ট’কে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব সদরদফতরের একটি ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল থেকে চলা এ অভিযান শেষ হয় রাতে। অভিযান পরিচালনা করেন র‍্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে সারোয়ার আলম বার্তা২৪.কমকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছে গুলশানের ফিস এন্ড কোং মেয়াদউত্তীর্ণ চিংড়ি বিক্রি করে আসছে। অভিযোগটি আমলে নিয়ে গুলশানের রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়।’

পরে বিক্রয়ের জন্য মেয়াদোত্তীর্ণ চিংড়ি তেজগাঁও প্যারামাউন্ট হিমাগারে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৬৯৬ কেজি মেয়াদোত্তীর্ণ চিংড়ি জব্দ করে এই ভ্রাম্যমাণ আদালত।

ওরিয়ন গ্রুপের অধীনে  সিঙ্গাপুরের ফিশ অ্যান্ড কোং বাংলাদেশের রাজধানী ঢাকা আনা হয়। বাংলাদেশের রেস্টুরেন্ট জগতে সি ফুডের নতুন মাত্রা যোগ করার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা হলেও এখন পর্যন্ত বেশ কয়েকবার পচা-বাসী ও মেয়াদত্তীর্ণ খাবার রাখার দায়ে রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর