ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুরে চক্রাকার বাস

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 01:48:51

আগামী ২৬ মার্চ থেকে ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সভাকক্ষে বুধবার (২০ মার্চ) সাঈদ খোকনের সভাপতিত্বে বাস রুট রেশনালাইজেশনকল্পে গঠিত কমিটির ৪র্থ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস থাকবে বলে জানা যায়। বিআরটিসি নির্ধারিত ভাড়ায় বাসগুলো চলবে। এ এলাকায় অন্যবাস চলবে না। এছাড়া রিকশা বন্ধ থাকবে এই রুটে।

মেয়র বলেন, 'ধানমণ্ডি-মতিঝিল-উত্তরাতে চক্রাকার বাস সার্ভিস চালু করার কথা বলেছিলাম। তারই অংশ হিসেবে প্রথম ধাপে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ধানমণ্ডি এলাকার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে।'

এই রুটে চলাচলকারী অন্যান্য বাসগুলো কি হবে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'আমাদের পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। তারা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য বাসগুলো সরিয়ে নেবে।'

মেয়র বলেন, 'এই চক্রাকার বাস সার্ভিসগুলো প্রতি ৫ মিনিট পর পর নির্ধারিত কাউন্টারে আসবে। যাত্রী পরিপূর্ণ হোক আর না হোক বাস কাউন্টার ছেড়ে যাবে। দ্রুততম সময়ের মধ্যে আমরা ৬টি কোম্পানির মধ্যমে রাজধানীতে বাস নামাতে সক্ষম হব। সরকার এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা কাজ করছি।'

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০২০ সালের মধ্যে কোম্পানি ভিত্তিক বাস নামানো সম্ভব বলেও জানান মেয়র।

এছাড়া রাজউকের জায়গায় প্রশিক্ষিত চালক গড়তে ট্রেনিং সেন্টার করার কথা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, 'আমাদের প্রশিক্ষিত চালকের সংকট রয়েছে। অপ্রাপ্ত বয়স্ক চালক, লাইসেন্স বিহীন চালক ও বেপরোয়া ড্রাইভিং এর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে প্রাণহানি হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দক্ষ চালক নিশ্চিত করতে চাই এবং প্রশিক্ষণ দিতে চাই। সেই লক্ষে রাজউক ডিটিসিএ কে জায়গা দেবে। ডিটিসিএ এবং মালিক সমিতির সঙ্গে আলাপ করে চালক প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে।'

এ সম্পর্কিত আরও খবর