দিয়াজ হত্যার অন্যতম আসামি আরমান গ্রেফতার

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-24 14:05:32

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আরমানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

বুধবার (২০ মার্চ) দুপুরে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন দিয়াজ হত্যাকাণ্ডের সিআইডি কর্মকর্তা কুতুব উদ্দিন। তিনি বলেন, ‘দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়ে। পরে তাকে আদালতে পাঠানো হয়।’

আলোচিত এই হত্যা মামলায় এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় তিন মাস কারাভোগ শেষে তিনি জামিনে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইটের একটি ভাড়া বাসায় দিয়াজের ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ কাচের টেন্ডারের সূত্র ধরে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে দাবি করে পরিবার ও তার অনুসারীরা।

প্রথম ময়নাতদন্দে দিয়াজের আত্মহত্যার বিষয় আসলেও তা প্রত্যাখান করে তার পরিবার। পরে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী আদালতে মামলা করেন। মামলায় তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলমগীল টিপু, প্রচার সম্পাদক জিসান আলম জিসান, জ্যেষ্ঠ সহসভাপতি মনসুর আলম, সহসভাপতি আব্দুল মালেক, যুগ্মসাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ কর্মী আরিফুল হক অপু, সাবেক সহকারী প্রক্টর মো. আনোয়ার হাসেন, শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামশেদুল আলম চৌধুরীকে আসামি করা হয়।

আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তে দিয়াজকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে আসে। আসামিরা প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। উল্টো তার পরিবারকে হুমকির অভিযোগ ওঠে। এরপর আসামিদের গ্রেফতারে দাবিতে দিয়াজের মা আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে আসামি গ্রেফতারের এক প্রতিক্রিয়ায় দিয়াজের বোন অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার নিপা বার্তা২৪.কমকে বলেন, ‘দিয়াজের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করব বাকি আসামিদের অতিদ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।’

কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব পালনের আগে দিয়াজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর