উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের পাঁচটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। এ উপলক্ষে স্ব স্ব উপজেলার কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২১মার্চ) বিকেলে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীর, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া এই সরঞ্জাম পৌঁছে যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কমকে জানান, নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো জিনিসপত্র উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তারা তা বুঝে নিয়েছেন।
এর আগে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সামগ্রী চট্টগ্রামে এসেছিল। এরপর তাদের নির্বাচন কমিশনের পক্ষে থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।