'রোহিঙ্গাদের অবস্থান যত দীর্ঘায়িত হবে, সমস্যা তত বাড়বে'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 09:34:23

বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান যতই দীর্ঘায়িত হবে, দেশের জন্য সমস্যা ততই বাড়বে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে ইউএনএইচসিআর এর সহকারী হাই কমিশনার (নিরাপত্তা) ভকার তার্কের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাতে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়।

ডাঃ এনামুর রহমান বলেন, ‘রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও নিরাপদ বাসস্থানের বিষয়ে সরকার সচেতন ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই সরকারের মূল উদ্দেশ্য। এদেশে তাদের অবস্থান যতই দীর্ঘায়িত হবে আমাদের সমস্যা ততই বাড়বে।’

রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের জোরালো্ হস্তক্ষেপ কামনা করেন প্রতিমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্‌ কামাল, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম ও অতিররিক্ত সচিব মোঃ মোহসীন ও ইউএনএইচসিআর এর পক্ষে এশিয়ার আঞ্চলিক প্রধান কার্যালয়ের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াতি, অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের পরিচালক জেমস লিঞ্চ ও সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন কার্লস।

এ সম্পর্কিত আরও খবর