আসছে রমজান, মেয়াদোত্তীর্ণ খেজুর রাখায় জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 02:26:25

রাজধানীর মৌলভীবাজারে একটি খেজুরের আড়তে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় দায়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব সদর দফতরের একটি ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে র‍্যাব সদর দফতরের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে সারোয়ার আলম বার্তা২৪.কমকে জানান, রমজান উপলক্ষে কতিপয় অসাধু ব্যবসায়ী বাড়তি মুনাফার আশায় ওই আড়তে মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর সংরক্ষণ করে আসছে। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় ৪১২ মণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর