রংপুরের ৭ জেলায় শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-31 04:54:15

রংপুর বিভাগের গাইবান্ধা বাদে বাকি সাত জেলায় শনিবার (২৩ মার্চ) ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের গ্রিডের মেরামত কাজের জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড রংপুরের নির্বাহী প্রকৌশলী (জিএমডি) মো. শাহজাহান আলী এই অঞ্চলে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় জানিয়েছেন।

তবে এ বিষয়ে রংপুর মহানগরসহ আশপাশের উপজেলার অনেকেই অবগত নন বলে জানা গেছে। এ ব্যাপারে রংপুর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো মাইকিং বা প্রচারণা চালানো হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে বিদ্যুৎ বিভাগ বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানানো হচ্ছে।

এ ব্যাপারে রংপুর বিদ্যুৎ বিভাগের পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী (জিএমডি) মো. শাহজাহান আলী বার্তা২৪.কমকে জানান, অনলাইন মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার করা হয়েছে। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদেরও এ ব্যাপারে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর