শাহজালালে স্বর্ণের ৪৮টি বার উদ্ধার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 18:11:30

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের অবৈধ ৪৮টি বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শনিবার (২৩ মার্চ) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, আমাদের কাছে গোপন খবর আসে, বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে জেন্টস ওয়াশরুমের পাশে আবর্জনা ফেলার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় ৪৮টি স্বর্ণবার আছে। এ খবরের ওপর ভিত্তি করে শুল্ক গোয়েন্দাদের একটি দল শুক্রবার (২২ মার্চ) মধ্যরাতে অভিযান চালায়। পরে অভিযানে ওই ঝুড়ির ভেতর থেকে সাদা স্কচ টেপে মোড়ানো নয়টি প্যাকেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, পরবর্তীতে কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারের সামনে বিভিন্ন সংস্থার লোকজনের উপস্থিতিতে নয়টি প্যাকেট খুলে ৪৮টি স্বর্ণবার বের করা হয়। এর মূল্য সাত কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

উদ্ধারকৃত স্বর্ণবারের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর