এপ্রিলে আসছে ট্রেনের টিকেট বিক্রির অ্যাপ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-25 23:58:53

আসছে এপ্রিল মাসের মাঝামাঝিতেই ট্রেনের টিকেট বিক্রির অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

রোববার (২৪ মার্চ) সকাল ১১টায় রাজধানীর রেল ভবনে ট্রেনের ডিজিটাল টিকেটিং অ্যাপের কার্যক্রমের বিষয়ে বৈঠক করে সংশ্লিষ্ট পক্ষগুলো। উক্ত বৈঠক শেষে দুপুর ১টায় সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।

তিনি বলেন, 'ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ করার জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে সাতটি আন্তঃনগর ট্রেনে টিকেট কাটার ব্যবস্থা করেছিলাম। এর ইতিবাচক ফল পেয়েছি। হয়রানি কমেছে। তাই ঈদের আগে সকল ট্রেনেই টিকেট কাটতে ন্যাশনাল আইডি রাখা বাধ্যতামূলক করছি। এতে ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ হবে। আসন্ন ঈদকে সামনে রেখে এখনি প্রস্তুতি নিতে হবে। এজন্য একটি অ্যাপ তৈরির কাজও চলছে। এপ্রিল মাসের মাঝামাঝি অ্যাপটি উদ্বোধন করা হবে। ঈদে যাত্রীরা ট্রেনের টিকেট অ্যাপের মাধ্যমে বসেই সংগ্রহ করতে পারবে।'

অ্যাপ ডেভেলোপারদের উদ্দেশ্যে মোঃ নুরুল ইসলাম সুজন বলেন, 'দেশের সব মানুষ এখনো অ্যান্ড্রয়েড ফোন বা আধুনিক মোবাইল ব্যবহার করছেন না। ফলে কেউ যদি চায় কাউন্টার থেকেও টিকেট কাটতে পারবেন সে ব্যবস্থা রাখতে হবে। আর অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়েই ট্রেনের টিকেট কাটতে হবে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। ট্রেনে যেসব খাবারের ব্যবস্থা থাকবে তার মেন্যু থাকতে হবে অ্যাপেই।'

এ সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'ট্রেনের যাত্রীদের হয়রানি রোধে, টিকেট জালিয়াতি বন্ধ করতেই তৈরি করা হচ্ছে একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সহজে ঝামেলাবিহীনভাবে ট্রেনের যাত্রীরা টিকেট কাটতে পারবেন। এই অ্যাপে রেলমন্ত্রী মহোদয়ের কিছু সাজেশন আছে। এগুলো অ্যাপে সংযোজন করতে হবে। আশা করছি প্রযুক্তি ব্যবহার করে একটি ঝামেলামুক্ত ট্রেন সেবা যাত্রীদের দেওয়া সম্ভব হবে অতি শীঘ্রই।'

এ সময় রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে।

এ সম্পর্কিত আরও খবর