মাদকের টাকা সংগ্রহ করতে ছিনতাই: আটক ৭

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-07-12 17:46:45

গাজীপুর মহানগরীর টঙ্গীতে সংঘবদ্ধ ভয়ঙ্কর ছিনতাই চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‍্যাব। র‍্যাব জানায়, আটককৃতরা সবাই মাদকসেবী। মাদকের টাকা সংগ্রহ করতে তারা ছিনতাইয়ের কাজ করতেন।

রোববার (২৪ মার্চ) কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে ছিনতাইকারী চক্রের সদস্যদের সম্পর্কে এই তথ্য দেন র‍্যাব ১'র অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গাজীপুর মহানগরীর আব্দুল্লাহপুর-আশুলিয়া, টঙ্গী-কালিগঞ্জ রুটে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছে এই চক্র।’

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে, আব্দুল্লাহপুর এলাকায় অপরাধকর্ম ঘটনার জন্য প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন, রাকিব, নাঈম ইসলাম, আজাদ, সাইফুল ইসলাম, ইমরুল হোসেন, সাগর শেখ, আরাফাত হোসেন।

সারোয়ার বিন কাশেম আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা যায়। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এই রুটে বাসে যাতায়াত করে এমন সাধারণ যাত্রীদের কাছে থেকে ছিনতাই করতেন। রুমালের মধ্যে চেতনানাশক ওষুধ স্প্রে করে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিতেন তারা।'

এই চক্রের সদস্যরা রুমাল বিক্রির নামে বাসে উঠে। কৌশলে পূর্বে থেকে চেতনানাশক স্প্রে মিশিয়ে রুমাল বের করে যাত্রীদের নাকের কাছে ধরে। তাদের একজন সদস্য সেখানে রুমাল কেনার অজুহাতে দরদাম করতে থাকে। যাতে করে চেতনানাশক স্প্রে দীর্ঘ সময় ধরে যাত্রীর কাছে ধরে রাখা যায়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘এই চক্রের প্রতিটি সদস্য মাদকাসক্ত। তারা হিরোইন, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করে। এ চক্রের প্রত্যেক সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর