সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করলেন শিক্ষকরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 04:07:34

শিক্ষামন্ত্রীর কথায় এক মাসের সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করলেন নন-এমপিও শিক্ষক কর্মচারীরা।

রোববার (২৪ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।

এ সময় তিনি বলেন, `আপনারা জানেন আমাদের একটা মাত্র দাবি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাদের দুঃখ দুর্দশার কথাটা তার সামনে উপস্থাপন করা। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়েছি। তাই আগামীকাল (সোমবার) আমরা গিয়ে কথা বলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য দিনক্ষণ ঠিক করব। এই প্রেক্ষাপটে আমরা আমাদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করছি। যদি আশ্বাস বাস্তবায়ন না হয় তবে একমাস পর আবারও আন্দোলনে নামব।’

এর আগে বেলা সাড়ে ৩টায় প্রেসক্লাবের সামনে এসে আন্দোলনরত শিক্ষকদের আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী দিপু মনি। তিনি বলেন, ‘১০ বছর হতে চলল আমাদের, এর মধ্যে বঙ্গবন্ধু কন্যা অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছেন। এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেগুলো এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্তির সঙ্গে যেহেতু সরকারের আর্থিক বিষয়টিও জড়িত, কাজেই সিদ্ধান্তটা সরকারের অনেক ভেবে চিন্তে নিতে হয়। বর্তমান সরকারের গত মেয়াদে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। চারটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য হবে সেগুলো দেখা হচ্ছে। আমরা পুরো জিনিসটিকে একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি হয়তো এক দেড় মাসের মধ্যে ঘোষণাটি দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘সামনে যে অর্থবছর আসছে, এই অর্থবছর থেকে আমরা এমপিওভুক্তির শুরু করতে পারব। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কাজটি করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দিনরাত কাজ চলছে। আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাব, আমাদেরকে এই সময়টুকু আপনাদের দিতে হবে। আমরা এটি চূড়ান্ত করে ফেলেছি প্রায়। আপনারা আপনাদের প্রতিবাদ কর্মসূচি, অবস্থান কর্মসূচি এটি প্রত্যাহার করে যার যার বাড়িতে ফিরে যাবেন, যার যার কর্মস্থলে ফিরে যাবেন। শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষক বান্ধব সরকার। আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করণীয় আমরা তার সবটুকু করব। এটুকু আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি।’

উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য ২১ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান করেন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীরা।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত নন আন্দোলনরত শিক্ষকরা

এ সম্পর্কিত আরও খবর