নারীসহ ৭৪ মাদক কারবারির আত্মসমর্পণ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-05-18 09:06:37

গাইবান্ধার ফুলছড়িতে মাদক বিরোধী সমাবেশে নারীসহ ৭৪ জন মাদক কারবারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২৪ মার্চ) জেলা পুলিশ আয়োজিত, এক মাদক বিরোধী সমাবেশে মাদক কারবারিদের এই আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কোনো জলদস্যু-বনদস্যু ও মাদক কারবারির স্থান বাংলাদেশে হবেনা। জলদস্যু-বনদস্যুর পর এখন মাদক কারবারিরা আত্মসমর্পণ করছে। কিছুদিন পূর্বে টেকনাফে ১০২ জন মাদক কারবারি আত্মসমর্পণ করেছে। আজ গাইবান্ধায় ৭৪ জন আত্মসমর্পণ করছে। কয়েকদিন পর আরেকটি জেলায় মাদককারবারিরা আত্মসমর্পণ করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারিদের আহ্বান করে বলেন, ‘আপনারা মাদক ব্যবসা বন্ধ করে আত্মসমর্পণ করুন। অন্যথায় কঠোর পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন। আর যারা আত্মসমর্পণ করবেন তারা যদি আর এ ব্যবসায় নিজেকে সম্পৃক্ত না করেন তাহলে তাদেরকে আইনি সহায়তা দেয়ার পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানে সহায়তা করা হবে।’

মন্ত্রী আরও বলেন, 'সারাবিশ্ব যেখানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সেখানে দেশের জনগণের সহায়তা নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে জঙ্গিদেরকে নির্মূল করতে পেরেছেন। এখন জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও তিনি 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন।'

গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার অ্যড. ফজলে রাব্বি মিয়া, ব্যারিস্টার শামিম পাটোয়ারী ডিআইজি রংপুর রেঞ্জ জনাব দেবদাস ভট্টাচার্য প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর