‘আধুনিক প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে উগ্রবাদিতা’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 13:23:17

আধুনিক প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সঠিক শিক্ষার অভাবে উগ্রবাদিতা ও সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেছেন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি খন্দকার লুৎফুল কবির।

সোমবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে ‘তারুণ্য রুখবে সহিংস উগ্রবাদ’ শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সম্প্রীতি প্রকল্প ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসি এই নাগরিক সংলাপের আয়োজন করে।

সংলাপে প্রধান অতিথি হিসেবে খন্দকার লুৎফুল কবির বলেন, ‘উগ্রবাদী কর্মকাণ্ডে বরাবরই মূল টার্গেট করা হয় তরুণ সমাজকে। আধুনিক তথ্য প্রযুক্তি উগ্রবাদে যোগাযোগের সহজলভ্য মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার সঠিক শিক্ষা দিতে পারছি না। তাই দেশে সহিংসতা দূর করতে তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে উগ্রবাদিতা ও সহিংসতা সমাজ থেকে চিরতরে উৎখাত হবে।’

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, ‘সাময়িক সময়ে তরুণদের জন্য বড় এক ঝুঁকি তৈরি করছে সহিংস উগ্রবাদ। অদৃশ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুষ্টচক্রের প্রভাবে তরুণদের একটি বড় অংশ আড়ালে আবডালে জড়িয়ে পড়ছে মৌলবাদ ও জঙ্গিবাদী কার্যক্রমের সাথে। তাই হলি আর্টিসানের মতো ঘটনা আমাদের বিবেককে নাড়া দিতে পারেনি। উগ্রবাদী কর্মকাণ্ডে বরাবরই মূল টার্গেট করা হয় তরুণ সমাজকে। নানা কৌশলে তরুণদের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে স্বল্প ও দীর্ঘমেয়াদি কৌশল প্রয়োগ করা হয়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদেরকে বিপথগামী করা হয়৷ তাই তরুণদের একে আপরের ধর্মের প্রতি আরও সহনশীল করে গড়ে তোলার জন্য ধর্মীয় স্কলারদের বেশি বেশি আন্তধর্মীয় সংলাপের আয়োজন করতে হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ করে রাজনৈতিক দোষারোপ কমিয়ে সমাজের সর্বক্ষেত্রে ন্যায়বিচার, সুশাসন ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর