স্বাধীনতা দিবস উপলক্ষে এশিয়ান পেইন্টস'র দেয়ালচিত্র

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 10:45:02

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘স্বাধীনতার দেয়াল’ শীর্ষক উদ্যোগ গ্রহণ করেছে এশিয়ান পেইন্টস। এ উদ্যোগের অংশ হিসেবে দেয়ালে দেয়ালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক চিত্রাঙ্কন করেছে প্রতিষ্ঠানটি।

এর মূল উদ্দেশ্য হলো- স্বাধীনতার চেতনাকে তুলে ধরা এবং রঙের মাধ্যমে চেতনা ও ধারণার বহিঃপ্রকাশ করা।

এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) ত্রিশের বেশি শিক্ষার্থী বনানীর বিমানবন্দর সড়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হল ও ইস্কাটন জয়েন্ট রোডে দেয়ালে চিত্র অঙ্কন করে।

এ বিষয়ে এশিয়ান পেইন্টস বাংলাদেশের মহা ব্যবস্থাপক রিতেশ দোশী বলেন, 'শিল্পী ও শিল্পের সাথে সম্পৃক্ততার বাইরেও শিল্প সবার কাছে নিজেকে প্রকাশের মাধ্যম। কিছুক্ষেত্রে চিত্রকলা মানুষের মানুষরে আবেগ প্রকাশে এমনভাবে সহায়তা করে যা শব্দ বা অন্য কিছু দিয়ে করা যায় না। তাই, আমরা চেয়েছি, তরুণরা রঙের মাধ্যমে স্বাধীনতা নিয়ে ভাবুক ও চিন্তা করুক।'

এ সম্পর্কিত আরও খবর