শহীদদের হাত ধরেই এসেছে আমাদের স্বাধীনতা: তারানা হালিম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 03:16:03

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের শহীদদের হাত ধরেই এসেছে আমাদের স্বাধীনতা। এ কারণে আমরা মনে করি তারা অন্ধকারকে জয় করে আমাদের জীবনে আলো জ্বেলেছিলেন। আর সেই আলোর পথ ধরে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আসলে তারা অন্ধকারে হারিয়ে যাবার নন। তারা অন্ধকারে হারিয়ে যাননি। যেমন ইতিহাস বিকৃত করার শত ষড়যন্ত্রকে রোধ করে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদও আমাদের হৃদয়ে, তেমনি ইতিহাসের পাতায় তাদের অবদানের কথা লেখা আছে।'

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ধানমণ্ডির-৩২ নম্বরে কালরাতের গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের গভীর শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে।

তারানা হালিম বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আমরা মুক্তি সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীন দেশ পেয়েছি। তাই ৩০ লাখ শহীদের প্রতি, আজকের এই কালরাতের নিহত শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি এবং আমাদের স্বাধীন করার জন্য হানাদার বাহিনীর হাতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতে আছে, আদালতের রায়ের উপর নির্ভর করবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার, পাক হানাদারদের সহযোগী রাজাকার, আলবদর, আলসামসের কোনো দিন থাকতে পারে না।’

এ সময় মোমবাতি জ্বালিয়ে কালরাতের শহীদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা ও অভিনেতা আজিজুল হাকিম, তুশার আব্দুল্লাহ, আফরোজা বানু, জিনাত হাকিম, মরিনা ম্যামি। এবং রুহুল আমীন মজুমদার, বিচ্চু জালাল, দেবাশিস সরকার, প্রফেসর রাশেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর