রংপুরে ৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-29 09:56:55

মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতায় অবদান রাখায় রংপুরের তিন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়।

চেম্বার ভবনের আরসিসিআই মিলনায়তনে প্রবীণ সাংবাদিক, সাবেক সংসদ সদস্য ও দাবানল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল, কাউনিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল হক এবং পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর হোসেনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা। পরে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের জীবন সংগ্রামের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

আরসিসিআই’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, বিপিএম (সেবা)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের কমান্ডার ও এফবিসিসিআই’র পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

এছাড়া অন্যান্যদের বক্তব্য দেন- আরসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, মিলেনিয়াম স্টারস স্কুলে অ্যান্ড কলেজের শিক্ষক রাশেদুল হাসান, ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অনন্যা ভট্টাচার্য্য প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে ভালবাসতে হলে আগে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে হবে। স্বাধীনতার চেতনা হৃদয়ে ধারণ করে জাতির পিতার আদর্শকে লালন করতে হবে। তবেই দেশপ্রেম জাগ্রত হবে। দেশ আজ মুক্তিযুদ্ধের চেতনায় ২০২১ ও ২০৪১ রূপকল্প নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে আদর্শবান মুক্তমনার সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর