স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে খুলনায় শহীদদের স্মরণ

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-26 02:02:47

মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো খুলনাবাসী। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে একাত্তরের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে খুলনা কেন্দ্রীয় স্মৃতিসৌধ ছিল লোকে লোকারণ্য।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১২টা এক মিনিটে গল্লামারীস্থ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এ সময় বধ্যভূমির স্মৃতিসৌধ ফুলে ফুলে ভরে যায়।

একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান আওয়ামী লীগ, খুলনা প্রেসক্লাব, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা সাংবাদিক ইউনিয়ন, ছাত্রলীগ, কৃষকলীগ, জাকের পার্টিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। বিভিন্ন রাজনৈতিক সংগঠনও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু বার্তা২৪.কম-কে বলেন, 'স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে খুলনার বধ্যভূমিসহ পুরো নগরীকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সবাই যেন সুশৃঙ্খল পরিবেশে স্বাধীনতা দিবস পালন করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে।'

এ সম্পর্কিত আরও খবর