৫০ হাজার টন গম আমদানির প্রস্তাব

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 10:54:12

আন্তর্জাতিক বাজার থেকে ৫০ হাজার টন গম কিনছে সরকার। এই গম সরবরাহ করবে সিঙ্গাপুরের একটি কোম্পানি। এতে ব্যয় হবে ১১২.৯৪ কোটি টাকা।

বুধবার (২৭ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত খাদ্য মন্ত্রণালয়ের একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করবেন।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে , আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরের আওতায় ৫০ হাজার টন গম ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ২৬৮.৯২ মার্কিন ডলারে প্রতি মেট্রিক টন হিসাবে এ গম সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স অ্যাগ্রোকোর ইন্টারন্যাশনাল’।

প্রস্তাবে আরও বলা হয়েছে, গত ১৮ মার্চ পর্যন্ত দেশের সরকারি গুদামে খাদ্য মজুদ রয়েছে ১৫.৫৪ লাখ টন। এর মধ্যে চাল রয়েছে ১৩.৮৯ লাখ আর গম রয়েছে মাত্র ১.৫৬ লাখ। দেশের খাদ্য মজুদের পরিমাণ খুব ভালো। তবে গমের মজুদ কমে যাওয়ায় যাতে পরবর্তীতে বাজারে এর কোনো সংকট তৈরি না হয়, ঠিক এ জন্য সরকার গম আমাদানি করছে।

এ সম্পর্কিত আরও খবর