ফায়ারওয়ালের মাধ্যমে অফিস সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 17:46:03

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘যে কোনো অফিসের সার্ভারের সুরক্ষার জন্য যুগের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তির ফায়ারওয়ালের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। টেকনোলজি যত উন্নত হবে বিপদ তত কম হবে।’

তিনি বলেন, ‘আমাদের শুধু প্রযুক্তি বাড়াচ্ছি কিন্তু এগুলোর সেফটি-সিকিউরিটি বাড়াচ্ছি না। প্রত্যেকটির পেছনে একাধিক ফায়ারওয়াল রাখতে হবে। একটা ভাঙতে পারলেও আরেকটা থাকবে। আমরা যেন সিকিউরড থাকি। ওই ওয়ালগুলো আমাদের তৈরি করতে হবে।‘

বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এনবিআরের পাসওয়ার্ড চুরি করে পণ্য পাচারের ঘটনার সূত্র ধরে তিনি বলেন, ‘কোনো ঘটনা ঘটলেই তা তদন্তে কমিটি করা হয় কিন্তু কোনো ফল হয় না। এত তদন্ত কমিটি না করে কাজ করতে হবে। সেই সঙ্গে নিজেদের সার্ভারের ফায়ারওয়ালগুলোকে সুরক্ষিত করতে উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে।’

জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভার হ্যাকিংয়ের মাধ্যমে শত শত কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করিয়ে নেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আগেই আমাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমি দেখেছি। এটা আগেই হয়েছে। আজ (বুধবার) অফিসে গিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেব। কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখব।’

‘অবসরপ্রাপ্ত অফিসারদের আইডি ইউজ করে কনসাইনমেন্টগুলো রিলিজ করা হয়। ঐ এলাকাগুলোকে তো তারকাঁটার বেড়া দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। দূর থেকে আইডি কার্ড ইউজ করতে পারবে না। ভেতরে যেতে হবে সার্ভারে ঢুকতে হলে। আমার মনে হয়, সার্ভার আরও অনেক বেশি সংরক্ষিত হওয়া দরকার।’

এ সম্পর্কিত আরও খবর