মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান ফুলকলিকে দশ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার (২৭ মার্চ) বিকেলে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের অনুষ্ঠিত শুনানিকালে এ জরিমানা করা হয়।
জানা গেছে, তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) অকার্যকর বা বন্ধ রেখে বাইপাস লাইনের মাধ্যমে উক্ত বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের পটিয়াস্থ ফুলকলি এন্ড কোং নামে একটি প্রতিষ্ঠানকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মঈদুল ইসলাম বার্তা২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন শুনানি শেষে উক্ত টাকা জরিমানা করেন। পরবর্তীতে পরিবেশের ক্ষতি করবে না মুচলেকা দেন ফুলকলি কর্তৃপক্ষ।